শব্দ জঠরের প্রতিকূল শব্দ সমূহের বেশ বড় অংশ অ দিয়ে শুরু। আমার প্রতিভাও প্রতিকূল অংশে ফেললাম। প্রতিভার ফসলও মালিকের টানে প্রতিকূল অংশে স্থায়ী বিছানা পাতল। যাই হোক, কি আর করা!
আমি স্বীকার করি এবং মানি ও যে আমি সাহিত্যের অ অা ক খ কিছুই জানিনা। আমি বিজ্ঞানের ছাত্র। পছন্দের চিলেকোঠার তাগিদেই কৈশোর কাল থেকে সাহিত্যের বাহিরের দেয়াল ধরে অন্ধদের মত হাঁটা।
আসরে অনেকেই আছে যাদের পান্ডিত্য আমাকে মুগ্ধ করে। পাশাপাশি মন-গৃহে শংকার জানালাটা খুলে যায়, প্রশ্ন জাগে- আমি যা লিখছি, কিছু হচ্ছে কি?
ছন্দ,সনেট,মাত্রাবৃত্র, স্বরবৃত্র এগুলো আমার মাথার উপর দিয়ে উড়ে যায়। সম্প্রতি এত প্রতিষ্ঠিত কবি ও লেখকের সাক্ষাতকার পড়লাম। উনার ভাষ্যমতে, কবিতায় ছন্দের যৌবন না থাকলেও ক্ষতি নেই।
আমি এ ব্যপারে আসরের সকলের মতামত কামনা করছি। ধন্যবাদ।