তুই এত বোকা কেন মেঘনা?
তোর বয়স তো কম হলনা,
তোর কি কোন বুদ্ধি শুদ্ধি হবেনা?
আমি তোর উপরে খুব নাখোশ।
এত ছোটতে তোর লোভ কেন? বোকা, গাধা কোথাকার।
পারিসনা উঠে এসে গিলে ফেলতে
জনবহুল এ নগরীর স্বার্থপরদের আস্তানা?
ওঠ, নিদ্রায় আর কতকাল থাকবি বেকুবের মত।
তুই কি পারিসনা বেকারের বাহুতে ভর করতে?
কেন তবে বুকে টেনে চুমো দিলি
ঢাকা ফেরত আলেয়ার বাপের ঘর্মাক্ত কলিজায়?
তোর এত ভাল লাগে ময়নার লাল ফিতে বাঁধা চুল?
ঔষধ দিয়ে পাকানো আম নিয়ে সদ্য চাকুরী পাওয়া ফারুক,
বাড়ি ফিরছিল জননীর মুখদর্শনে, কেন নিলি তাকে উদরে?
আম খেতে ইচ্ছে করে তোর?
উত্তর দিস না কেন? আর চুপ থাকবিনা।
নোনা জল ভাল লাগলে সমুদ্রে যা
ভুরিভুরি পাবি, মানুষের চোখের জলের অনেক দাম, তুই বুঝবিনা।
কয়েক ফােঁটা জলের প্রতি এত লোভ কেন?
পারলে যা সেই মুনাফা ভোগী দুলালদের দরজায়
চূর্ন করে দে তাদের অস্থি সন্ধি,
চিবিয়ে খা তাদের পোকায় ধরা কলিজা
মেঘনা তুই সব গিলে ফেল,
তবু আমার ভাঙাচোরা গালে
আর শ্রাবণধারার ঢল নামাইস না।।
....সমাপ্ত
(মেঘনার বক্ষে ডুবে যাওয়া বঙ্গ সন্তানদের আত্মার মাগফেরাত কামনা করছি।)