নেই নজরুল, নেই নজরুল
বাঙালির চেতনার বাতায়নে,
নজরুল এখন কর্পূর হয়ে
উড়ছে অসুস্থ বলাকার সম্পানে।


নজরুল এখন হারিয়ে গেছে
অর্থের বিষাক্ত স্বাদে,
ঘরের কোনায় রুদ্ধ যৌবন
ভীরুতার চালা বাঁধে।


যেদিন ছিল নজরুল
সেদিন বাঙালি ছিল বাঘ,
আজ কেন জানিনা সব মনে হয়
বৃদ্ধ শেয়ালের ডাক।


নজরুল এখন শোভা পায়
টি শার্ট কিংবা টক শোয়ে,
তার অভাবে বাঙালি আজ
মরছে ক্ষয়ে ক্ষয়ে।


ওঠ বাঙালি, চিৎকার মার
খোল ভীরুতার কাফন,
প্রাণের কবির মন্ত্রগুলো
কর দিবানিশির বসন।


পাদটীকা: সূর্যপুরুষ কবি কাজী নজরুল ইসলামের ১১৫ তম জন্মবার্ষিকীর শুভেচ্ছা সবাইকে। কবি ভাল থাকুন অনন্ত অম্বরে।