স্বপ্ন গুলো শামুকের মত আছাড় খেয়ে
পড়ে যাচ্ছে চুম্বকের ন্যায় মসৃণ ললাটে,
তালগাছের তপ্ত নিতম্বে আমি  উদাস
নেয়না কেউ আমায় বুকে, রাখেনা রক্তিম ঠোঁটে।


বরাবরের মত অবহেলার তীর ছোটে
মনের সুপ্ত বাসনার অঙ্কুরিত বীজের নাভিতে,
না, এভাবে আর চলবেনা
ব্যথার পায়রা উড়ে যায়, উড়ে যায় সমাধির বেদীতে।


অর্থবিত্ত ভুঁড়িওয়ালারা আহ্লাদে পানের পিক ফেলে
বিলাসী নারীর ধবধবে সাদা উরুতে, আর বলে-
তুই শালা ভোদাই, অসুস্থ কাকের সহচর
তোর বিনাশ হোক চৈত্রের নগ্ন সূর্যের যাঁতাকলে।


(সমাপ্ত)