আশার দ্বীপ জেগে উঠেছে নয়নের মোহনায়,
অবুঝ মন বলে শুধু
এত দিন কোথায় ছিলে?
কেন তবে ডাকলেনা বিরহের ঘোর সন্ধ্যাবেলায়?


তোমার বসন্ত বেহালার সুরে এত প্রাণ?
কেন এত বিষম অনুভূতির দোলাচল?
বায়বীয় আর অস্পষ্ট সুখের হিমালয়
আমায় বেঁধে রেখেছে নিরবধি নাগরদোলায়।


ঘর ছেড়ে যেদিন এসেছি তোমার পর্ণকুটিরে
তুমি সেদিন দুরন্ত ছিলে তোমার রঙের নৌকায়,
নির্বাক কথামালার টুপটাপ বৃষ্টি পড়ছিল
তোমার আর আমার দৃষ্টির সীমানায়।


আজ তবে কেন এত দূরে?
কেন চলছে ব্যবধানের অনির্ণেয় ছায়াপথের আবেশ,
হাতে নিয়ে নয়টি মল্লিকা, চলে আস এ ভরা পূর্নিমায়
আছ তুমি, থাকবে তুমি, তোমাতেই উৎসর্গ আমার অবশেষ।


×সমাপ্ত×
উৎসর্গ: গলায় ভালবাসার গান, হৃদয়ে মাতৃত্বের ভাঁজ - আমার শ্রদ্ধেয়া ভাবী মিসেস সম্পা রেজার করকমলে।