ও আমার একলা পাখি
কেমন আছিস তুই?,
মেঘ মেদুর এ বর্ষাস্নাত কদম ফোঁটার কালে
আয় চলে আয় আমার মন-বাগিচার ফুলে।


বিষন্ন কাক আর বারি সিক্ত বেহালা
আমার বেদনার রোদকে জ্বালিয়ে দিচ্ছে তেপান্তরে,
অামার অনুর্বর জোয়ারে নেই আর আজ কেউ
সবদিকে মরুভূমির রাজত্ব,জীবন তরীর বুকে নেই আর ঢেউ।


(সমাপ্ত)
বহুদিন পরে বাংলা লেখার সুযোগ পেলাম। ধন‌্যবাদ সবাইকে।