শূন্যতার তপ্ত বালু‌তে তু‌মি অপ‌রিসীম ছায়া
মায়ার বাঁধ‌নে বাধা অা‌মি তোমা বি‌নে অপূর্ন কায়া,
নীহা‌রিকার যেীবন দি‌নে তু‌মি একান্ত নীরবতার সৈকত
‌তোমার ঠোঁ‌টের ডগায় অামার নি‌শ্চ্তি ভ‌বিষ্যত।
প‌থের অবকা‌শে নরম মাদু‌রে তু‌মি উড়ন্ত ঈগ‌লের ছায়া
র‌বেনা বিষন্ন দিন যে‌দিন তোমা‌তে ডু‌বি‌বে মোর কায়া,
নবনীর পর‌শে প‌পির মাদকতায় জে‌গে‌ছে অনুভ‌বের তীর
এ নি‌শির ভোর সে‌দিন হ‌বে যে‌দিন তু‌মি ভাঙ‌বে মোর বিষা‌দের প্রাচীর।