আলোর মানহানী


সন্ধ্যায় চা নিয়ে অন্ধকার দেখছিলাম।
আলো এসে বললো, আসতে পারি?
আমি একটু ইতস্ততভাবে বললাম, চিন্তা করে দেখি।
আলো একটু লজ্জা পেলো,
ফিরে গেলো অপমান বুকে নিয়ে।
আমি চায়ে চুমুক বসালাম।
একটু বিরক্ত হলাম, চা ঠান্ডা হয়ে গেলো বলে।


আলো সাহেব প্রতিবাদ সভা ডেকেছে।
মানহানী মামলা করেছে আমার বিরুদ্ধে।
গ্রামে জাগিয়ে দিয়েছে জোনাকির কাফেলা।
দূর দেশে অরোরা তুলেছে।
আকাশে চাঁদকে পাঠিয়েছে।
ছায়াপথে জ্বালিয়েছে আগুন।
এতোকিছু অন্ধকার মুছার জন্য।
আর আমি আছি সেই ঠান্ডা চায়ের দুঃখে।


চোখকে খোঁচা দিয়ে আলো দেখানো যায় না।
প্রবনতা জন্মগত এটা সৃস্টি করা যায় না।
তোমার মুখ-ই তোমার আয়না।
মগজের দুর্গন্ধ কৃত্রিম সুগন্ধি দিয়ে ঢাকা যায় না।


#জামশেদ