সীমান্ত তোমায় মুক্তি দিলাম,
এখন আমি স্বাধীন।
প্রথম কুয়াশা যেমন ভোরের কাঁপুনি দেয়,
আমার শরীরের ঘেমে যাওয়া জামাটাও স্বাধীন।


সারা রাতের নির্ঘুম পাহারা শেষে একা বেঞ্চিতে চা।
সিগারেটের শেষ ছাই তার আকার ভেংগে,
দ্রুত ছুটে চলা দামী কেডস এর সোলে গুরি গুরি বৃষ্টিতে মিশে যা।
তখন মিউনিসিপালিটির ঝাড়ুটাও স্বাধীন।


প্রতিটা কর্মমুখর কেবিনের ফাইলের উপচেপড়া ভীড়।
অযথাই জোড়াতালির রঙিন হলোগ্রাফিক পর্দা।
কফির তেতো স্বাদে বিকৃত মুখের ভেতরে আটকে পড়া সাহসী যুবকের ভুলে যাওয়া আস্পর্ধা।
নিজের ৮০০ স্কয়ার ফুটের নকল জীবনে স্বাধীন।


মুখোশের আড়ালে ফন্দি এঁটে নষ্ট করা পবিত্রতা,
ভেতরে তোমার পশু, বাইরে নিপাট আদ্রতা।
তোমার ঘৃন্য অবাধ্য দন্ড পুরুষত্বহীন।
প্রত্যেক দেব গণের ভেতরে অজমোডিয়াজ স্বাধীন।


#জামশেদ
#রোমেল
১৩ আশ্বিন, ১৪২৫ বাংলা।