বাতাস খেয়ে বাঁচি,
হালকা আঁচে রোদকে ভেজে,
এক পেগ নিঃশ্বাসের গ্লাসের সাথে রাখি।


চড়ুই, বাবুইদের নিমন্ত্রণ রাখি,
এক পালকে আলো,
ভিন্ন পালকে ফাঁকি।


ফেরার বেলায় ব্যাগভর্তি কথা,
হাওয়ায় ছেড়ে দিলাম স্মৃতি,
কাঠিতে বেঁধে মেঘগুলোকে হাওয়াই মিঠাই।


ফিরে আসি বাতাসে,
পরাগায়নের সময় যৌবন রাখি,
বাকি জীবন বাতাস খেয়ে বাঁচি।


#জামশেদ
#রোমেল