সবাই কিছু না কিছু বেচে।
কেউ দ্রব্য, কেউ জমি, কেউ সময়, কেউ শরীর, কেউবা জীবন।
আমি আত্মা বেচি।
কখনো কালো, কখনো নীল, কখনো সাদা আত্মা।
ভালোবাসার নামে,
কল্পনার নামে,
রুটি রোজগারের নামে।
কতইনা বিচিত্র স্বভাবে, ভিন্ন নামে।
কেউ দাম দেয়, কাউ বা আশা।
শেষমেশ আমি একা জমাট বাধা রক্তের শরীর,
বিছানায় এলিয়ে দিয়ে ঘুম দেই,
নতুন দিনে আবার নতুনভাবে পুরানো কারবারি।


#জামশেদ
#রোমেল
৭ আশ্বিন, ১৪২৫ বাংলা