অনেক বছর পর বৃষ্টি হলে কেমন হবে?
আমরা কি ভুলে যাবো বৃষ্টির অনুভূতি!
খোলা মাঠে ভেজা ঘাসে দৌড়ে বৃষ্টিতে ভিজার সুখ,
হুড খোলা রিক্সায় কিংবা মোটরসাইকেলে বৃষ্টির আনন্দ,
ছাদে গান ছেড়ে দোলনায় বসে আকাশে তাকিয়ে চোখে বৃষ্টির ছোঁয়া,
শহুরে ঘামে ভেজা শরীরে বৃষ্টির স্বস্তি নিয়ে আশ্রয় খোজা,
কৃষকের খুশিতে চকচক করা দৃষ্টি,
অচেনা পাহাড়ে গাছের ফাঁকে বৃষ্টি ধরতে যাওয়া,
শিশুর প্রথম হাত বাড়িয়ে অবাক হয়ে যাওয়া,
নদীর মাঝে রোদ আর বৃষ্টির খেলা।
আমরা কি বৃষ্টিকে ভালোবাসতে ভুলে যাবো!
অভিশাপ দিবো অচেনা এই অনুভূতিকে?
নাকি বৃষ্টিতে চোখের জল আর বৃষ্টির জলের পার্থক্য খুজতে বসে যাবো।
আমাদের পৃথিবী বোবাই থাকবে,
শুধু মেঘের গর্জন শব্দ আনবে আর বৃষ্টির শব্দ সুর।
মেঘের বিদ্যুৎ এর আলো আমাদের পথ দেখাবে।
আমরা রংধনুর পথে শেষ জীবন দেখবো।