দেখতে দেখতেই তুমি হারিয়ে যাও।
দৃষ্টি শক্তি হারানোর মতো বিভৎস অনুভূতি।
বয়স হারানোর মতো অসহায় ঘোলা স্মৃতি।


জন্ম থেকেই যে ইশ্বরের ইবাদতে মুখরিত হয়েছে ক্বলব।
হঠাৎ করেই শিরকে ডুবেছে ইশ্বরের কলরব।
তুমি আমার পুরানো ইশ্বরের মতো ভয়ের আদর মিশিয়ে দাও।
দেখতে দেখতেই তুমি হারিয়ে যাও।


চাইলেতো অনাদরের পশুকেও আদর দিয়ে সভ্য করা যায়।
চাইলেই জান্নাতের বাগান বানিয়ে গন্ধমের চাষ করা যায়।
তুমি গাছের ডালে বসে নিষিদ্ধ ফল খাও।
দেখতে দেখতেই তুমি হারিয়ে যাও।


#জামশেদ
৩০ কার্তিক, ১৪২৫ বাংলা।