এক টাকায় এখন এক মুঠো ভাতও পাওয়া যায়না।
এক টাকায় একটি গোলাপও বিকেনা।
বাদামওয়ালাও এক টাকা দেখলে নাক সিটকায়।
ভিক্ষুকেরাও চোখ পাকায়।
এমনকি কনডমও এখন এক টাকায় মেলে না।


তবে আমি এখনো এক টাকার রাজা।
এক টাকায় আমার কাছে স্বপ্ন পাবে।
হরেক রকম গল্প পাবে।
পেট ভরবে না তবে খাবারের কংকাল পাবে।


চলে এসো বিড়ির ধোঁয়ায় বাতাস বেচে বৃষ্টি কিনবো।
এক টাকায় ধুলাবালির বিছানা পাতবো।
স্বাধীনতা গাছে রেখে তার ছায়ায় ঘুম পারাবো।
জোছনার চাদর মুড়ে তোমায় তারার সফর করাবো।


এক টাকার রাজা।
তিলের খাজা।


#জামশেদ