গল্প লিখবো বলে কিছু চরিত্র নিয়েছি,
চরিত্রগুলোকে আবার চরিত্র দিয়েছি।
মনে মনেই কল্পনা একে বানিয়েছি,
রঙ দিয়েছি, ফাঁকা রেখেছি আবার পূর্নতাও দিয়েছি।


দিব্যি কেটে বলছি, এদের আমি চেনতাম না।
এদের আমি আমার অচেতন থেকে চেতনা দিয়েছি।
কিন্তু যতোই এগুচ্ছি এরা আমার কাছাকাছি চলে আসছে।
ওরা আমার আশেপাশেই বসবাস করছে।
চেহারাও এখন দেখতে পাচ্ছি, খুব পরিচিত।
যাদের কাছে আমি অযাচিত।
খুব পছন্দের ভালোবাসার মানুষগুলোও আছে,
গোপনে বা প্রকাশ্যে যাদের 'ভালোবাসি' বলেছিলাম।
আবার, খুব গহীন অন্ধকার আমাকে দেখা চরিত্রটাও আছে।
আশ্চর্য!
এরা কিভাবে এলো?
গল্পের শেষের দিকে যতোই যাচ্ছি যেনো আমাকেই দেখতে পাচ্ছি।
শেষতক কাউকেই ছাড় দেয়া হলোনা।
আর কারো গল্প বলা হলোনা।
শেষতক এ আমারই বোকাসোকা গল্প।