যখন কোন দেয়ালই ঘর হয় না, নিরবতা শব্দ করে হাসে।
যখন অতিথি কেবল মাকড়সা, টিকটিকি, তেলাপোকা,
তখন টিকটিকির কথাই ঠিক ঠিক ভাসে।


দেয়ালের বন্ধনের কোণায় কোণায় নিশব্দ হাসি, চিৎকার, খুনসুঁটি।
সে কেবল উল্লেখিত জীবনের কবিতা।
খাটের নিচে পেয়াজ, রসুন, আলু আর অন্ধকার।
উপরে ক্লান্তিকর জীবনের ছবি।
দু'জন নিজেদের কাছেই বিপরীত মুখী।
দু'জন কেবল প্রয়াত ছবিতেই সুখী।
দেয়ালটাই এখন ঝুলে থাকে তার কান নিয়ে।
আমাদের মতো বোবা অনুভব নিয়ে।


ঝুল, ধুলা বইয়ের তাকে তাকে,
ভুল, খেলা সম্পর্কের ফাঁকে ফাঁকে।


#জামশেদ
#রোমেল
২৮ ভাদ্র, ১৪২৫ বাংলা