ভালোবাসতে বাসতে একদিন মরে যাবো।
তোমার কাজলের রেখায় ছায়াপথ খুঁজে নেবো।
ভালোবাসতে বাসতে একদিন মরেই যাবো।
যে পথে তুমি হাঁটো সে পথ ধরেই হারিয়ে যাবো।


ঝরে পড়া কৃষ্ণচূড়া বৃষ্টিতে ভেসে নদীর শোভা বাড়াবে।
এই নদীর জল তোমার একটি চুল ইচ্ছে করেই ঝরাবে।
লাল-কালো প্রেমের জলে ডুবে ডুবে খাবি খাবো।
ভালোবাসতে বাসতে একদিন মরে যাবো।


যে পাহাড় দূর থেকে সৌন্দর্যের পৌরুষদীপ্ত পাত্র।
কাছ থেকে সে শুধু মাটির একটি ঢিবি মাত্র।
কিন্তু আমি তোমার সৌন্দর্যের প্রশংসায় বুঁদ হয়ে রবো।
ভালোবাসতে বাসতে একদিন মরেই যাবো।