তাড়াহুড়ো করা নিষেধ গুরুজনের মানা।
প্রেমে পড়লে আসল ভেদ তবেই হবে জানা।
তোমারে দেখিলে আর মানে নিষেধ আদেশ।
মন বলে তুমিই আমার একমাত্র মহাদেশ।


দেশ বিদেশ ঘুরে কি হবে তুমি আমার পৃথিবী।
তোমার চোখে মরতে পারে হাজারো মহাকবি।
সৃস্টি হবে চোখে চোখে জানবো তুমি আমি।
তুমি আমার কতোটুকু জানবে শুধু অন্তর্জামী।


পাই বা না পাই প্রেমের কাছে তা তুচ্ছ গল্প।
আমার ভালোবাসার বিশালতাও তোমার কাছে অল্প।
চাইলে স্বপনে আসতে পারো আদর দেবো ঢের।
এই জীবনে না হলেও অন্য জীবনে হবে দেখা ফের।


#জামশেদ