সব থেকে শব
(স্বাধীনতাকে আমি যেভাবে দেখি-২)


যখন সময় হবে এমনিতেই দূরত্ব বাড়বে।
খোলা বিদ্যুতের তারে তাপমাত্রা পরিমাপ হবে।
সময় হলে ঘুম ভাঙ্গবে, ঝড়ের শব্দে ফের ঘুম আসবে।
সাজিয়ে রাখা ভুলগুলো এলোমেলো হবে,
আবার বাসন্তী জীবনে স্বাগতম।
হয় তোমাকে সব দিয়ে ভালোবাসবে,
নতুবা-
তোমার শবকেই পূজা দিবে।


যখন আকাশের স্বাধীনতাকে কাঁচি দিয়ে কেটে
পাতালের ধুলাতে মিশিয়ে দেবো।
ডাক পেলে চোখ খুলে তাকিয়ো
তোমাকে আকাশের ডানা উপহার দেবো।
তোমার কাছ থেকে আনন্দ অশ্রুর
এক বিন্দু চেয়ে নেবো।
হয়তো-
শেষ পৃষ্ঠায় শেষ গোলাপটা লেপ্টে দেবো।


তখন সুর না মিলিয়ে কাধ মিলিয়ো।
ফেলে যাওয়া লাল চোখের নিদ্রাগুলো রেখো।
ময়লা জিন্স প্যান্টের ছোট পকেটের ভাজে
মচমচে হয়ে যাওয়া সর্বনিম্ন টাকার নোটটা রেখো।
কখনো আর ফেরার কথা বলোনা,
প্রচন্ড আবেগ থেকে সৃস্ট ক্রোধ নিয়ে বলছি,
আমি তোষামোদি স্বাধীনতার নিকুচি করি।


মার্চ, ২০১৯ ইং
#জামশেদ
#রোমেল