সুস্থির ভালোবাসা


নোনা হাসির চোখগুলো তীব্র আকাঙ্খায়-
শহরে আজ চাঁদ উঠবে।
প্রেমিক প্রেমিকার হাজার বছরের প্রতিক্ষার সে রাতে
ফিসফিস অপেক্ষা-
গলিতে প্রবল মুগ্ধ বাতাস আসবে।
ফুলে ফুলে চুমোচুমি, শেষ আলিঙ্গন,
ভাংচুর বৃষ্টি হবে।
ঘাসফড়িং এর লাফালাফি প্রবল,
শিশির উৎসবের আগুন জ্বলবে।


এমন অস্থিরতার সুস্থির ভালোবাসার দিনে,
তোমার শাদা ওড়নায় চোখের কাঁজল দিয়ে
লিখে পাঠিয়ো অপেক্ষার কথা।
আমি রঙধনুর একপ্রান্তে চড়ে বসেছি,
অপর কোণে বাহু মেলে রেখো,
আমি স্বল্পতার মধ্যেই আসবো।
আমি জানি তুমি রঙ ভালোবাসো,
আমি জানি আমাকেও ভালোবাসবে।


#জামশেদ
#রোমেল
১৭ শ্রাবণ, ১৪২৬ বাংলা।