আমি তোমাকে স্বরবর্নের মতো দেখি,
পড়ে ফেলি ছোট ছোট শ্বাস ফেলে।
আমি তোমার কাছে চন্দ্রবিন্দু,
শব্দে বসলে শ্রুতিমধুর, না বসলেও চলে।


তুমি আমার লালসালুতে ঘেরা শিরক,
পাপে ডুবে থাকা মিথ্যে ইশ্বর।
তুমি আমার দেহে উপকারী জীবাণু,
তোমার শরীরে আমি ক্ষণস্থায়ী, নশ্বর।


তুমি হাঁস, আমি তোমার গায়ে পড়া বৃষ্টি জল,
ঝেড়ে দিলেই ঝরে যাই টপাটপ।
তুমি গাভীর খাঁটি দুধে তৈরি ছানার গরম মিষ্টি,
হাতের কাছে পেলেই খেয়ে ফেলি গপাগপ।


তুমি আমার জমানো শেষ সিগারেটের মতো,
না শেষ করা পর্যন্ত শান্তি নেই।
কোথাও একটা ভুল হলো মনে হয়,
তোমারতো শেষ বলতে কিছু নেই।