'ভালোবাসা' কেমন আছো?
নিশ্চয় খুব জরুরি কাজে ব্যস্ত আছো!
অবসরে গরম কফির তেজি সুবাসে সতেজ হয়ে নিচ্ছো।
সিগারেটের ধোঁয়ায় মস্তিষ্কে জানান দিচ্ছে কি অস্তিত্ব!


ব্যস্ত সড়কে গাড়ির গ্লাস নামিয়ে পথশিশুর হাতের কদম ছুঁয়ে নিশ্চয় মনে পড়ে কদম গাছটার কথা।
রুক্ষ কার্পেটে হাটার সময় নরম ঘাসের সুড়সুড়ির কথাও কি মনের কোণে হাসি ফোঁটায়!
বলো না তুমি ভালো আছো- 'ভালোবাসা'।


'ভালোবাসা' তুমি ভালো আছো?
আকাশ মেঘলা হলে কি তোমার মন ভিজে উঠে?
নীল আকাশে মেঘেদের ছুটোছুটি দেখো আজো?
একটি পাতার ঝড়ে পড়া দেখে,
মন খারাপ করে এখনো কি কান্না করো?
রিক্সায় প্রেম দেখে কতো ঈর্ষা করেছো!
আচ্ছা! ঐ গাছটা কি এখনো প্রেম বিলায়!
যতোবার গিয়েছি কি আদরেই না জড়িয়ে রেখেছিলো।
প্রজাপতির সাথে দৌড়ে ক্লান্ত হয়ে
ঘাস ফুলের উপর শুয়ে ভিন্ন আকাশে এক দৃশ্য আঁকো!
"ভালোবাসা" আকাশ জুড়ে ছড়িয়ে থেকো, খুব ভালো থেকো।


আমার টি-শার্টে নাক ঘষে খুব আনন্দ নিতে!
ঘসতে গিয়ে নাক ফুলটাই হারিয়ে ফেললে,
ঘাসের মাঝে কতো খুঁজলাম দু'জনে, পেলাম না!
চলোনা আবার খুঁজি।
স্বস্তা বাহানায় ছুঁয়ে দেখার খেলা আবার খেলি।


আমাকে ছাড়া, আমাদের ছাড়া যদি রাস্তা আগাছায় ঢেকে যায়,
ঘাস যদি শিশির জমতে অস্বীকৃতি জানায়,
মেঘ যদি বৃষ্টি হয়ে ঝড়তে নারাজ হয়,
তাহলে বুঝে নেবো 'ভালোবাসা' তুমি ভালো নেই।
তাহলে চলোনা 'ভালোবাসা', আবার ভালোবাসি।
জানোতো 'ভালোবাসা'-
তোমাকে ভীষণ ভালোবাসি।


#জামশেদ
#রোমেল
৪ শ্রাবণ, ১৪২৬ বাংলা।