আমার প্রজ্ঞার আজ, মন ভাল নেই।
দৃষ্টিজুড়ে মেঘের আনাগোনা, চারিপাশে আজ
তুলনামূলক অন্ধকারের আশ্রয়। তোমার মন
খারাপ,কি হয়েছে প্রজ্ঞা? আজ তোমাকে
এমন খেয়ালি লাগছে কেন? তুমি কি ভাবছ?
আমার প্রজ্ঞা আজ,বায়না দরেছে সে আজ
লাল পাহাড়ি সবুজ দেখবে,দূর থেকে-
সন্ধ্যার একটু আগে,গোধুলি বেলায় কিছুক্ষন
নীল নদের সৈকতে হাটবে,পাশাপাশি -বিকেল থাকবে, হাতে হাত থাকবে,আর
থাকবে আমাদের পায়ের চিহ্ন,
ভালবাসার শেষ চিহ্ন,এই সৈকতে----
দূরে থেকো ভালবাসা,আমার হয়ে,
আকাশের খুব কাছাকাছি। সমুদ্র জলে মিশে
থেকো পাশাপাশি,প্রজ্ঞার হাসাহাসি।
প্রজ্ঞা  কি দেখছো তুমি? মেঘ আলাদা হবার
দৃশ্য,দেখ কি ভাবে ছুঁটছে তাঁরা, এদি ওদিক
তাঁরা কোথায় যাচ্ছে অনন্য?
মেঘ ছুঁটে চলে বৃষ্টির টানে,খুব কাছাকাছি
ছিলো ওবেলা।
প্রজ্ঞা চলো আজ বিজি এবেলা, তোমাকে
বিজতে দেখেছি সে কবে,আষাঢ়ে-----
বিজবে তুমি? নিরবে হাত বাড়ালো প্রজ্ঞা
অনন্যের দিকে খুব নিরবে-----
ঠান্ডা জলে দুজনে,উষ্নতার পরশ,
একাকীত্ব সৈকতে চোখাচোখির দৃশ্যপট
অনন্য কি দেখছো? তোমাকে,হাজার বছরের
দৃশ্যরূপ দারণ করলাম, দৃষ্ট যুগল একহলো,
উষ্নতা আরো কাছাকাছি টানলো,
এসো মেঘ এসো------
এসো বিকেল, এসো সারা বেলা,
একবার এসো!
-------------------------
-------------------------