সময়-স্রোত বহিয়া চলিছে অনিমিষে
অক্লান্ত অদৃশ্য দেহে
দুই চরণ ফেলে সুদূর পাণে
সুদীঘল পথ লঙ্ঘি,
দারুণ ঝন্ঞ্চাবাতেও দাড়াইনি কভু পিছু পাণে ।
সময় সে যে বহমানী
সময় যে বড় স্রোতালী
চলে নির্বিকারে
দুর হতে বহু দুরে ।
বন্ধু হে
করো না সময়কে অনুনয়
কেবল গহিন সময়-সিন্ধুতে কেটো না সাঁতারি খেলা
কেবল সময় জলে হইয়ো না ভাস্যময়
উহাতে ভাগ্যে উঠিবে গোল্লা ।
ডুব দাও সখা সময় সিন্ধু জলে
চরণ ফেলো সময়ের বহুতল গর্ভে
ইহাতে পাইবে
মাধুরীতে রাঙানো অনিন্দ্যপ্রাণ
মহিমায় উদ্বেলিত অমৃতে পাইবে সাফল্য হীরে ।