আমাকে কভু যদি নাহি রাখো মনে
তোমায় রইবো না ভূলে তা বলে
জীবন খেয়ায় তোমার ধুলোর মায়ায়
পাড়ি যে জমাবো তোমাতে বারেবার,
আকাশে চাঁদে তারকায় পূর্ণতায়
আমায় যদি ভিন দেশ ফের ডাকে
যাব না কভু ফের সেথা তোমার কূল খানি ছেড়ে ।
আমাকে যদি তোমার মনে না পড়ে
তবুও গহিন গাঙে তোমার-ই তরে
ভাসাবো জীবন তরি
দেবো পৃথিবীকে জানিয়ে আমি বাঙালী ।
আমাকে তুমি যদি দাও গো দূরে ঠেলে
তবুও সরে যাবো না
রইবো তোমার- মমতাময়ী কূল আকড়ে
মনেতে সাজাবো তোমার-ই বর্ণমালা
"অ আ ক খ"
হে আমার স্নেহাসীনি বাংলা মা
আমি যে তোমার-ই সন্তান
আমি যে বাঙালী ।
আমি মা গো বৃক্ষ
তুমি মা আমার বাঁচবার মাটি আর শিকড়
বলো মা মাটি আর শিকড় বিহীন বৃক্ষর
কি আর প্রাণ বাঁচে ।