সাঁঝের পাখি আয়রে কুলায়-
ধুলা খেলা ফেলে।
সাঁঝ আকাশে দীপ জ্বেলে দে-
তোর আলোর ডানা মেলে।


তোর কূজন বিথে একলা প্রিয়া-
তুই অনিশ্চিতে কেমনে থাকিস
নিঠুর করি হিয়া!


আয়রে পাখি আপন কোনে-
বিষাদ ছেঁচে প্রাণের গানে।
আয় ফিরে আয় বুকের মাঝে-
আনকো খুশির দীপ জ্বালানো
মেদুর সাঁঝে।


সাঁঝের পাখি আয়রে কুলায়-
তোর নিশীথ নিকেতনে।
আয় ফিরে আয় আয়রে পাখি-
তোর সৃষ্টি সমর্পণে।


আসীন প্রেমের ব্রীড়ায় কাতর-
তোর একলা চবুতর।
তুই পালিয়ে বেড়াস দেশান্তরী-
স্বপ্ন করিস ফেরি!


আয় ফিরে আয় আয়রে কুলায়
ওরে ফেরার কবুতর।
--------------------------------------------------------------------------------------------------------------
পুরনো ডায়েরী থেকে আরো একটি লেখা... এই কবিতাটি ০৪/০৭/২০০৩ তারিখের লেখা এবং এখনো পর্যন্ত ছাপার অক্ষরে প্রকাশিত আমার একমাত্র কবিতা... ২০০৩ সালে কলেজের শারদীয়া সংখ্যায় লেখাটি প্রকাশিত হয়েছিল।