সে তুমি যেমন হাস, যেমন কাঁদ, যেমন পাত ফাঁদ
তোমার ফাঁদে পড়ব ধরা আমার অনেক কালের সাধ।
চাইলে তোমায় পাই না আমি অনেক তোমার লাজ    
কাজল এঁকে চোখের পাতায় চিকন তোমার সাজ।  
আয়না রেখে তোমার চোখেই ধরব আমি ওই তৃতীয়ার চাঁদ!  


সে তুমি যেমন বল, যেমন চল, যেমন দিয়ো ফাঁকি
তোমার পথে থাকব সাথে বাঁধব তোমায় প্রেমের রাখী।
একলা আকাশ মেঘের ছোঁয়ার আদর পেলে  
তোমার চোখে কোন গহিনের কাঁপন তোলে?  
আয়না রেখে তোমার চোখেই ওই গহিনের জ্যোৎস্না মাখি।  


সে তুমি যেমন নাচ, যেমন বাঁচ, যেমন গড় ছাঁচ
তোমার ছবি আঁকব বলে আমার কোলাজ কাজ।
রঙের ছোঁয়ায় খিলখিলিয়ে উঠলে তুমি হেসে
কোলাজ সে যে রঙ খুঁজে নেয় তোমার চোখে ভেসে।
আয়না রেখে তোমার চোখে কুড়িয়ে নেব ওই রঙেরই আঁচ।


সে তুমি যেমন সাজ, যেমন বাজ, যেমন করো কাজ
তোমার কাজেই আমার ছোঁয়া এইতো আমার তাজ।
সকাল বিকাল দুপুর সাঁঝে মন খারাপের সুরের মাঝে
তোমার পায়ের চপল নূপুর ঝুমুর ঝুমুর সদাই বাজে।
আয়না রেখে আমার বুকে গড়িয়ে নেব ওই নূপুরের ছাঁদ।    


সে তুমি যেমন সাধ, যেমন বাঁধ, যেমন দিয়ো বাঁধ  
তোমার বাঁধে হেলান দিয়ে কাঁদবো আমি নিঝুম সারা রাত।
রাত্রি হলে তারার ফুলে খোঁপায় দেব গুঁজে
খোঁপার বাহার খুলবে তোমার আপনি নিজে নিজে।
আমার আয়না চোখে তুমিই দেখো তোমার রূপের হাট।