গোলাপ গোলাপ প্রেমের কুসুম প্রেম যে টলমল
আমার প্রিয়ার বাসর রাতে আতর সুধা ঢাল।
সেদিন প্রিয়া গোলাপ দিলো আমায় ভালবেসে    
গোলাপ আমায় জড়িয়ে নিলো রক্তে হিয়া ভেসে।
ফুলের সাজে বিছানা জুড়ে প্রেমের খেলা খেলি
গোলাপ দলের বুকের খাঁচা দুমড়ে ভেঙে ফেলি।


ঝিলিক ঝিলিক তিতলি মানিক দেনারে তুই ধরা
তোর বিরহে হৃদয় পুড়ে, হৃদ বাগানে রংয়ের খরা।
ফুলের বনে আপন মনে সাতরঙা এক ছোট্ট প্রজাপতি  
মধুর মায়ায় মদির হয়ে ঘুমের ঘোরে একটু বিরতি।
পিঁপড়ে মানুষ আঁকড়ে ধোরে খামচে নিল রঙিন পাখাটি
ড্রয়িং রুমের বন্ধ খাঁচায় যত্নে থাকে ভীষণ পরিপাটি।
  
একটা সবজে পাখি উজিয়ে এলো স্বপ্নে মেলে ডানা
অযুত সুরের হরবোলা সে, নেই উড়তে নিখিল মানা।
আয়রে পাখি আয়তো কাছে, ছড়িয়ে দিয়ে দানা
দাঁড়ের পাখি পোষ মানালো মুড়িয়ে দিয়ে ডানা।
সোনার খাঁচায় ভুলিয়ে রেখে প্রেমের যে গান শোনা
তার প্রিয়ার বুকে মেঘের পাহাড় বিরহ দিন গোনা।  

ছোট্ট নদী ঝিল মিলিয়ে ঝড়ের বেগে ছোটে
ঝরনা যে সব মন হারিয়ে নদীর বুকে লোটে।
উছল ধারা চলার গতি ছলাৎ বুকের জল
কালের রাধা কলশি কাঁখে জল ভরিবার ছল।
কৃষ্ণ কানাই স্যাঙাত জুটে নদীর ধারে ধারে
খুবলে খেলো রাধার যোবন বিষ যমুনার পাড়ে।।
------------------------------------------


প্রিয় কবি শম্পা দি র  (শম্পা  দত্ত) ০৩/০৭/২০২০ তারিখের কবিতা "হতেম যদি আমি" কবিতার অনুপ্রেরণায় আমিও দু-চার লাইন লিখে ফেলেছি!
প্রিয় কবির  ভাবনায় সহজাত নিস্পাপ চাওয়া! সরলতার ছোঁয়া!
বাস্তব তো সতত এতটা সরল নয়। আমি লিখেছি, উলটো টা হোলে কেমন হয়!
চাওয়া ও পাওয়া তো সবসময় সমান্তরাল নয়! বরং অনেকটা তেল আর জলের মতো, কিছুতেই মেল খায়না!
এই অনুভবে আমার কবিতা “অনুভবে বিষ”