হতে পার তুমি ক্ষমতাশালী                      
আমি তো তোমাকে চিনি না।  
মানবে মানবে বিভেদ রচেছ  
আমি তো তোমাকে মানি না।



সমুখে আসিয়া ধরোণি তো হাত  
দু’চোখে তোমাকে দেখি না  
প্রতিদিন শুধু সেবা নিয়ে যাও
প্রতিদানে আশা রাখি না।  



এতো দিনে শুধু হ্যাংলা হয়েছ
ভরেছ নিজের আখের
মহিমা তোমার বিলিয়েছ শুধু
ভগবান তুমি শখের!



অপরাধ যত কর না কেনই
দিয়েছো স্বাধীন মন—
জিহ্বার ওপরে লাগাম রাখোনি
প্রতিবাদ তাই তোমাতেই অর্পণ।।