বাঁদরের আর কাজ কি বল  
                      বাঁদরামি করা ছাড়া
সারাদিন করে লাফালাফি গাছে
সারাদিন তার তাড়া।  
ফল মূল খায় নিরামিষ ভোজী
                      চার পা’য় সদা খাড়া  
ভেংচি সে কেটে লেঙ্গিটা মারে
                     পাকামির পা ঝাড়া।


চুপচাপ বসে থেকেছে যখনই
                     মতলব কিছু আঁটছে
মুখ বুজে থাকা মানেই বুঝবে
গোপনে কিছু সে সাঁটছে।
চোখে চোখে রাখা খুবই দরকার
                     কে জানে কি সব ভাবছে
বলা তো যায়না কোথায় কখন  
কোন ফাঁদ পেতে রাখছে!  


ন্যাকামির আড়ে পাকামি করে
পিটপিট চোখ করছে-
নিশ্চিত জেনো হাতের মোয়াটা
                  এখুনিই হবে খরচে।  
একগাল হাসি পানসে দু’চোখে
পাগলামি মাথে চড়ছে
স্বভাবে বাঁদর- বাঁদরামিতে
                  ধরে না মোটেই মরচে।।