চলনা বন্ধু ঘুরে আসি কোথা
কাছে পিঠে কিছু দূর  
কিছুটা সময় মজে থাকি ভাই
রাখালিয়া বাঁশি সুর।  
পাড়ি দেই চল দেশান্তরে
নতুবা চাঁদের দেশ
ইচ্ছে তো করে যেতেও সেখানে
যেখানে আকাশ শেষ।  


উলো-ঝুলো চুল বাউন্ডুলে  
ঝোলাতেই সংসার  
আপসের বাঁধ ভেঙে দিয়ে শুধু
অসুখ আবিষ্কার।  
কাঁচাপাকা দাড়ি ঝোড়ো কাক হয়ে
মুছেছি সীমানা ভয়
বয়সের ভারে ন্যুব্জ কোমর
শরীরে অবক্ষয়!    


তুড়ি মেরে চল ভুলে থাকি সব
পিছুটান দুর্বার
আপদ বিপদ মান অভিমান
অনুরাগ নির্বার।  
ঝলসানো রোদে উঁচু করে শির
বিক্ষত পদভার
সাহসের ঘোরে পেরিয়ে যাওয়া  
উদ্ধত পারাবার।  


সিগারেট ঠোঁটে জ্বলতে থাকুক
ফুসফুস পুড়ে ছাই—
জীবনের সব সিঁড়ি ভাঙাতে
বন্ধু তোকেই চাই।
কাঁধে হাত রেখে ছুঁয়ে থাক তুই
ভাবনা নিরুদ্দেশ—
প্রবাসী চরণে ছুটে চলাতেই
জীবনের উদ্দেশ।।