বেচুবাবু স্বপ্ন বেচেন, চা ও বেচেন, বেচেন কারখানা-
নগদ আদায় কড়কড়ে নোট- আহ্লাদে আটখানা
কথা বেচেন, ব্যথাও বেচেন  
আকাশ কুসুম গল্প বেচেন
এবারে শপথ নিলেন ব্যাংক বেচবেন চারখানা-  
নগদ আদায় কড়কড়ে নোট- আহ্লাদে আটখানা।


ছিল শত প্রতিশ্রুতি- দুনিয়া বদলে দেবেন ষোল-য়ানা  
গরীবের ঝুপড়ি ঘরে জ্বলবে আলো, নগদে ১৫ লাখি বাবুয়ানা
বেচুবাবু পায়রা ওড়ান, ধান খেয়েছে বুলবুলিতে  
তবে তিনি সুখেই আছেন বেচে দেওয়ার মৌতাতে তে  
ওদিকে ভাঁড়ার খালি- পড়ে আছে চার- ছ-আনা  
নগদের আমদানি আর না হলে তো দিন চলেনা।


মুখে তাই রঙ টি মেখে বিজ্ঞাপনে তা-না না-না  
সুলভে  বেচেই দেবেন জমিয়ে রাখা রত্ন নানা  
দু-হাতে খরচ করে কিনছে নেতা!
সে খবর রাখছো না তাই বলছো যা তা!          
চোখে কি ন্যাবা হল! নাহলে পুরাই কানা        
বেচা শেষে ফকির হয়ে চলবে কোথায় কেউ জানে না।


এ সবই অর্থনীতি! ব্যর্থ নীতির ধার ধারে না  
নগদের অভাব হলে বাবুয়ানি আর চলে না
বুঝে তাই বেচা কেনা চৈত্র সেলে
জান না- এভাবেতেই দেশের সেবায় মোক্ষ মেলে
বেচু তাই বেচতে থাকেন স্বপ্ন, চা ও কারখানা    
নগদ আদায় কড়কড়ে নোট- আহ্লাদে আটখানা।।