রঙ্গ দেখে অঙ্গ জ্বলে
বঙ্গ জীবন ভাই
তা্ঁবেদারী করে করেই
জীবন পুড়ে ছাই।


জলের ভেতর হচ্ছেটা কি
ঘাপলা মারে ঘাই
আমরা বসে আরাম করে
তুলছি সুখের হাই।


চুনোপুঁটি উঠছে জালে
রাঘব বোয়াল নাই
ঘোমটা টেনে খেমটা নাচে
নাচছে সে কোন চাঁই!


আসতে যেতে কাটছে দোহে
শাঁখের করাত ভাই
দিশেহারা রঙ্গশালা
কোন দিকেতে যাই।


সঙ্গ দোষে নষ্ট গাজন
যেদিক পানে চাই
চোরে-চোরে বঙ্গভূষণ
মাসতুতো সব ভাই।