সেই যে আমার ছোট্ট বেলা
                      আমার মনের ঘরে
লুকিয়ে থাকে, ঘুমিয়ে থাকে
                      গভীর ঘুমের ঘোরে।


হঠাৎ যেদিন বৃষ্টি এলো
                      হাওয়ায় সোঁদা ঘ্রান
অমনি আমার ছেলেবেলা
                      পেল নতুন প্রাণ।


আমের মুকুল, কাঁচা তেঁতুল,
                     পাকা খেজুর কুল-
কুড়িয়ে আনা কার বাগানের
                     কনক চাঁপার ফুল‌।


শাপলা শালুক কদম ফুলের
                     হলদে সাদা রেনু
খেলার সাথী চরকি, লাটাই,
                     তালের পাতার বেনু‌।


স্কুলের ছুটি হুটোপুটি
                     বৃষ্টি ছুটে এলো
কচুর পাতা মাথায় দিয়ে
                     সবার আগে চলো।


পিছল পথে পিছলে পড়া,
                    আছড়ে পড়া কত
মায়ের আদর জড়িয়ে ধরে,
                    নকুল দানার মত।


লক্ষ্মী বারের পুজার প্রসাদ,
                    শেতলা পূজার থান
চড়ক গাজন, হাজার পরব,
                    যাত্রা পালা গান।


গুপী বাঘা, হীরক রাজা,
                    ঠাকুর মায়ের ঝুলি
ঝুলন, ঝুমুর, রথের মেলা
                    কেমন করে ভুলি।


পাঁচ পয়সার লেবেঞ্চুস আর
                    দু পয়সার চুসি
পুঁচকে বেলুন, একটা বাঁশি
                    এতেই কত খুশি।


দোলযাত্রা পাপড় ভাজা,
                    ঘুগনি, আলুর চপ
বরফ গোলা, ভাজা ছোলা,  
                    বিশ পয়সার পপ।


চড়াই ভাতি, লুকোচুরি
                    ক্রিকেট বারো মাস
পিঁপড়ে ডিমের চারা ফেলে
                    ধরছি কত মাছ।


খেলনা বাটি, লাঠি সাঠি,
                    এই আড়ি এই ভাব
ভাবনা কিসের বন্ধু সবাই,
                     সব অপরাধ মাফ।


একটু মনের গোপন ঘরে
                     অযুত অযুত স্মৃতি
লুকিয়ে যেন মনের কোঠায়
                     প্রথম প্রেমের চিঠি।