ঢেঁকি মর্তে থেকে ধানই ভানে, স্বর্গে গিয়েও তাই    
দল বদলেই ঢেঁকির আচার বদলাবে না ভাই।    
বদলালে দল- রঙের বদল, কাজের বদল নাই
যতই তুমি নৃত্য কর তোমার ভাতেই ছাই।        


জলকে তুমি যেথায় রাখ- পাত্রে বোতল হাওয়ায়
আকার বিকার বদল হলেও স্বভাব না বদলায়।  
ঢেঁকি ও তেমন- যেমন খুশী বদলে যেতেই পারে
রঙ মেখে হয় বহুরূপী- আদব সে না ছাড়ে।    


আজকে ঢেঁকি বচন দিলেন- কালই উলটপুরান!  
গোপন ক্ষতে প্রেসার এলে নিজের মাথাই মুড়ান।            
দেখবে যখন ঢেঁকির বুলি হঠাত বদলে গেলো
ঠিক জানবে পেছন থেকে কল কাঁঠি কেউ দিলো।    


কালকে ঢেঁকি বামে ছিল, আজকে ঢেঁকি রামে
মুখোশটা তার বদলে গেলো; বদলায় না কামে।    
চক্রাকারেই ঘুরছে ঢেঁকি দলের থেকে দলে  
ঘোঁট পাকানোর হোপ না পেলে ঢেঁকির কি আর চলে!


সাচ্চা ঢেঁকি সেই তো জেনো- পরের সেবায় জান!  
দশের কাজে লাগলে না তার প্রান করে আনচান!  
বামের থেকে ডাইনে গিয়ে আজকে অতি ডানে
নিয়ম নীতির ধার ধরে ভাই যায় বাঁচা কি প্রাণে!    


আসল ঢেঁকি কর্মযোগি কর্মে তিনিই সেরা!      
কেউ না মানুক আপনি মোড়ল, বাজান নিজের ঢেঁড়া।  
ঢেঁকির দলে সাচ্চা সবাই, বাদবাকিরা চোর-    
চেঁচিয়ে জানায় আসলে তার গলায় কত জোর!


ঢেঁকির দলে মহান ঢেঁকি! ঢেঁকিই রাজা উজির!  
ঢেঁকিই গড়েন ঢেঁকিই ভাঙেন নিত্য নানান নজির।    
রিয়্যালিটি শো কম্পিটিশন- সব ঢেঁকিরাই হাজির    
হারা জেতায় কি আসে যায়! ক্যারিশমা ডিগবাজির।