স্বপ্ন আমার—
চোখের তারায় ঝর্না ঝরা আলো
স্বপ্ন আমার—
তিয়াষ বিথে মুক্তি সুধা ভালো।  
স্বপ্ন আমার—
দু-চোখ ভরা অধিবৃস্টি ধারা
স্বপ্ন আমার—
সোনাই নদী সুপ্তি ছন্নছাড়া।  
স্বপ্ন আমার—
ছুটির বিকেল, চলকে পড়া খুশী
স্বপ্ন আমার—
একলা শালিক, এক চিলতে হাসি।


স্বপ্নে আমি—  
খোলা জানালায় উদাস চেয়ে রই
স্বপ্নে আমি—  
অযুত কথায় তোমায় চেয়ে নিই।
স্বপ্নে আমি—  
বিভোর চিতে দিন বদলের পথে
স্বপ্নে আমি—  
দিব্য কামুক নিকষ নিশুত রাতে।  
স্বপ্নে আমি—  
ভোরের বকুল, শিউলি ঝরা রাশি  
স্বপ্নে আমি—  
বৃষ্টি বাদল তৃপ্তি তিয়াষি।


স্বপ্ন জানে—
তমাল তরু মন হারানো বীথি
স্বপ্ন জানে—
আজ বিকেলে প্রথম প্রণয় তিথি।  
স্বপ্ন জানে—
কুঞ্জ ছায়ে বিজন চোখে চাওয়া
স্বপ্ন জানে—
তোমায় কাছে অনেক সময় পাওয়া।
স্বপ্ন জানে—
আনকো খুশী পথের বাঁকে বেণু
স্বপ্ন জানে—
কাজলা দীঘি শাপলা ফুলের রেণু।


স্বপ্নে তোমার—
বিনোদ বেনী পিঠের পরে লোটে  
স্বপ্নে তোমার—
গানের ভুবন অরূপ কেতন ফোটে।
স্বপ্নে তোমার—
নীলাম্বরী নিলাজ জানালায়  
স্বপ্নে তোমার—
পথ হারালো পথিক কবিতায়।
স্বপ্নে তোমার—
সাত সতেরো যুক্তি খোঁজা মানা  
স্বপ্নে তোমার—
মুক্তি পাওয়ার বৃষ্টি চেয়ে আনা।    


স্বপ্ন খুঁজি—
নূতন ভোরে সুপ্ত আঁখি পল্লবে
স্বপ্ন খুঁজি—
প্রাণের মাঝে প্রণয় সুখের কল্লোলে।  
স্বপ্ন খুঁজি—
সৃষ্টি সুখে রোদ-বৃষ্টির খেলায়    
স্বপ্ন খুঁজি—
তুলসী তলায় সাঁঝ আকাশের সন্ধ্যা তারায়।  
স্বপ্ন খুঁজি—
অনীশ কেতন নিকষ তমসায়
স্বপ্ন খুঁজি—
হৃদয় বীণায় নিঠুর ভরসায়।  


স্বপ্ন গুলো—
উদাস এখন দূরের পানে ধায়
স্বপ্ন গুলো—
মুক্তি খোঁজে দিগ্বলয়ে প্রায়।  
স্বপ্ন গুলোর—
বায়না অনেক হরেক রকম কথা  
তিথির পরে প্রীতির খবর শিউলি ঝরা ব্যথা।।  
===========================================
পুরানো ডায়েরি থেকে আরও একটি কবিতা, কবিতাটির রচনা কাল ২৫/০৪/২০০৩।