মুঠোর রোদ্দুর ছড়িয়ে পড়েছে মুঠো খুলে                
নবোদয় কিশলয় মাটি ফুঁড়ে মাথা তোলে।  
হাবাগোবা ভ্যাবাচ্যাকা ঘোর লাগা চোখে  
রোদ্দুর কি খায়! নাকি শুধু গায় মাখে?


এ জীবন ফড়িং এর মতো, আলো খুঁজে চলা
আলেয়ার পিছে চোখ বুজে জটিলতা জট খোলা।  
আলো তো দেখে না কেউ, আলোকিত মুহূর্ত দেখে
আলোর কি রং থাকে! নাকি রং লাগে চোখে?  


পলিমাটি ধুয়ে গেলো অবারিত জ্যোৎস্না প্লাবনে
কে যেন বলেছিল চাঁদে লেগেছে গ্রহণ গগনে গগনে।
চাঁদ তবে তারা নয়, গ্রহ নয়, ঝলসানো পোড়া রুটি!
চাঁদের মায়াবী আলো, আলো নয়! সুধু কাটাকুটি?  

যে জীবন দেখনি তুমি জ্যোতিষের আতশ কাঁচে
লাল নীল পাথরের কানাগলি অযাচিত বিশ্বাস ছাঁচে।
সে জীবন বেঁচে থাকে- না দেখা দিনের সাথে
দিন সে কি পিছে যায়! নাকি লেখা থাকে কারো হাতে হাতে?


রাত যদি জেগে রয় রাতভোর তারা দের সাথে
তারা রা কি জেগে নয় জোনাক পোকার মত মহাকাশ পথে!
নিয়ম তো লেখা থাকে সময়ের খাতে, সময়ও কলের পুতুল নিয়মের হাতে      
অনিবার্য পরিক্রমা ভেবে সূর্য কি ঘুরে আসে সাত পাক আকাশ গঙ্গা ছায়া পথে?  


যার প্রেম পেতে পেতে গড়িয়েছে বেলা, বয়স গিয়েছে চলে
বধির কানের কাছে হাওয়া এসে ফিরে যায়, মনের ভেতরে কথা বলে।  
বুড়িয়েছে সময়, বুড়িয়েছে চোখ, হৃদয় তবুও সবুজ সতেজ তরুণ  
গ্রহণ তো লাগেনি মনে! চাঁদ মুখ তার নেই কি স্মৃতিতে জেগে অকরুণ?  


ভোর রাতে হিম ঝরে, তারা ঝরে জাগরিত আলোকে
সাদা হাঁস পাড়ি দেয় বাঁধা পথ, রোদ মেখে পালকে।
মানুষ তো হাঁস নয়, হাসনুহানার মত!নিজেই নিজের গন্ধে মশগুল
গন্ধ কি সফলতা! সফলতা! ঘ্রানে আঘ্রানে সকল জনতা উৎরল।