শেষ কবে হাতে হাত!


অভিমানী বৃষ্টির ভেতরে –  
নির্ঝর কান্না।


এলো চুলে বকুল গুঁজে
দৃষ্টি ছায়ে নষ্ট নীড়ে
ফাগুন ফেরে পায় –
স্বপ্ন নিশীথ তারায় তারায়
দীপ জ্বেলে যাই –


বুক জ্বলে যায় –
বুক জ্বলে যায় – নষ্ট নীড়ে
হঠাৎ যদি বৃষ্টি আসে।।