গত ২০/৭/২০২০ তারিখে কবিতার আসরে আমি "শেয়াল (এক গুচ্ছ লিমেরিক)" শিরোনামে ১০ টি লিমেরিক প্রকাশ করেছিলাম। সেই লিমেরিক গুচ্ছের মন্তব্যে প্রিয় কবি শ্রীযুক্ত সঞ্জয় কর্মকার একটি দারুন লিমেরিক (১ম লিমেরিক) লেখেন...... তারপরে পিঠো পিঠি দু জনেই বেশ কয়েকটা লিমেরিক লিখি ......... সেই লেখা গুলি লেখার ক্রমপর্যায় অনুযায়ী এখানে সংকলিত করে দিলাম!
--------------------------------------------------------------------------------------------------------
(১) কবিঃ সঞ্জয় কর্মকার
------------------------
হিজল-পুরে দিন দুপুরে ব্যাঙের নাতির ভাঙল ঠ্যাং
দুখের জোয়ার আসলো তেড়ে ডাকল ব্যাঙে ঘ্যাঙর ঘ্যাঙ।
আকাশ বাতাস স্তব্ধ হল
এক গাদা মেঘ উথলে এলো,
শ্রাবণ ধারায় আনল ধরায়; দু কূল ছেপে ভাসল গাঙ।


(২) কবিঃ অভিজিৎ জানা
------------------------
ব্যাঙের নাতির অস্ত্রোপচার জুড়তে হবে ভাঙা ঠ্যাং
হাকিম বদ্যি জুটায় আন! ডঙ্কা বাজে ডেডেং ডেং।
রাজ বদ্যি আইল ধেয়ে
উচিত মতন প্রাপ্য পেয়ে
এসেই নিদান কাটতে হবে! কান্না এলো ঘ্যাঙর ঘ্যাঙ।    


(৩) কবিঃ সঞ্জয় কর্মকার
------------------------
কাঁদছে মায়ে কাঁদছে পো এ ঘ্যাঙর ঘ্যাঙর বোল
আমফানেতে আছলো ছুটে ঘূর্ণি দিলো দোল।
ব্যাঙের উপর ভীষণ রেগে
আসলো ছুটে চাইনা বেগে,
সেই থেকে খায় জিন্দা ব্যাঙের, কুসুম কুসুম ঝোল।


(৪) কবিঃ অভিজিৎ জানা
------------------------
ঝালে ঝোলে ঝ্যালঝ্যেলে ঝোল ঝলকে ঝলকে ঝরে
ঝড়ের ঝাপটা ঝেঁটিয়ে ঝাঁটায় ঝাড়ুর ঝালর ঝেড়ে
ঝড়ের ঝলক ঝলসে ঝরে
ঝরনা ঝড়ে ঝরুক ঝরে
ঝোলের ঝরনা ঝালের ঝাঁঝে ঝাঁকায় ঝিকুর ঝড়ে!  


(৫) কবিঃ সঞ্জয় কর্মকার
------------------------
আর না বাবা ঝলসে গেছি তপ্ত রোদের বাণ  
কই রে হুতুম কোথায় গেলিস মরেই যাবে প্রাণ।
ঝোল আর ঝালে
মারছে লালে,
অনেক হল এলো খেলো; এবার, ধর রে সুরের গান।


(৬) কবিঃ অভিজিৎ জানা
------------------------
হুতোম প্যাঁচার নকশা খাসা, ব্যঙ্গ বাক্য বানে
সবার মুখোশ উপড়ে এলো অমনি হ্যাঁচকা টানে।
মুখোশ খোলার কারণ কি?
কারণ জবর মানেন কি?
ছুঁচোর ছেলে বুঁচোর সাথে পিসীর বুজরুকি! কাজ কি এসব জেনে?