কি করে বোঝাব বল
কতখানি ভূমিনিষ্ঠ ছিলাম
তোমার প্রেমের কাছে --!
অচেনা নদীর কাছে-
না বলা কথার মত –
নবান্নের মত –
কতখানি ভূমিনিষ্ঠ ছিলাম
তোমার প্রেমের কাছে --
কি করে বোঝাব বল!


এখনো স্বরচিত নির্জনতায়
শাপলা ফুলের মত
অনুর্বর ঘ্রাণে –
শ্যামলী ঘাসের বনে
সবজে ফড়িংয়ের মত
স্বরোপিত নির্জনতায়  
কতখানি ভূমিনিষ্ঠ ছিলাম
তোমার প্রেমের কাছে --
কি করে বোঝাব বল!


কতদিন সমস্ত আন্তরভূমি জুড়ে
সোনালী ধানের মত
চষা মাটির কাছে –
হাপিত্যেশ তৃষাতুরা অঙ্কুরোদ্গম
ছুঁয়ে থাকা অধিষ্ঠান প্রাণ
উদ্বেল আয়ুর মত  
কতখানি ভূমিনিষ্ঠ ছিলাম
তোমার প্রেমের কাছে --
কি করে বোঝাব বল!!