ভ্যাপসা গরম, গনগনে রোদ
                  জ্বলে পুড়ে ভূমি ছাই
চিলে ছাদে বসে সাইকেলে তোর  
চলে যাওয়া দেখা পাই।    
কালবোশেখির মত নোস তুই
                   তোকে তবু পাওয়া যায়
সব প্রেমীরাই মশগুল তোতে  
                            কাছে তোকে পেতে চায়…  


কৃষ্ণচূড়া সে বিবর্ণতায়
                  ডুবে ছিল কত কাল
লাল হলো তোর লিপস্টিক ছুঁয়ে  
এই তো গত কাল
লাল ধুলো এত লাল ছিল-নাতো  
                  বয়ঃসন্ধি পূর্বে  
রজকিনী তুই রাঙিয়ে দিলি  
                        রৌরব প্রাণ দুর্গে…    


তালশাঁস যেন জলভরে ফেঁপে  
                 তোর মত ঝুম মিষ্টি
শৃঙ্গারে তনু উঠেছিল কেঁপে
আলজিভে ধুম বৃষ্টি
শেষ রাতে সেই বৃষ্টিতে ভিজে
                 মাখো মাখো প্রেম বালিশে
কাটাকুটি হলো স্বপ্নের দোষে
                        জ্যাঠামির মৃদু নালিশে।


উড়ো চিঠি লিখে অংক বইয়ে
                  গোপন গহীন সন্ধি
রেখাচিত্রের ওঠা নামা গ্রাফে
ভাবনা সকল বন্দি  
ইতিহাস লেখা বাকলে দেয়ালে
                  ভূগোলে যুগল গ্রন্থি
মন্দি’তে মজে অর্থনীতি
                           রসায়নে মহী পন্থি—    


ভালো নেই আমি, তুইও ভালো নেই
                  কুজ্ঝটি লোড-সেটিং
নোনতা চুমুতে খুশি নোস তুই!
এলোমেলো দিস রেটিং;  
সবেতেই এত রেটিং করিস
                   সেটিঙের বাড়াবাড়ি!  
তোকে নিয়ে কাল অভিকের সাথে
                            হয়ে গেছে আড়াআড়ি…।  


ভাগাভাগি হোক চাইনা মোটেও
                 বাঁটোয়ারা হোক তাপে
তোকে পেতে হলে পরকীয়া হোক
হোক না ডুবতে পাপে।  
দুনিয়ার যত ব্যর্থ প্রেমিক  
                 ব্যারিকেড করি আজ
চুমুর দিব্বি- কমনীয় কামে  
                           আমরাই মহারাজ…


খোলা জানালায়, আলমারি খাটে
                    চৌকাঠে দরজায়
মুখোমুখি তোর আয়নাতে আমি
বায়নাতে, তর্জায়
চুলের গোছাতে, খোঁপার মাঝেতে
                   শাড়ির ভাঁজেতে আমি
খুনসুটি হলে অভিকের সাথে  
                          আমিও অবাধ গামী  
  
মফস্বলের গণ্ডি ছাড়িয়ে
                   খোলা আকাশের তলে
মেঘেদের সাথে লুকোচুরি হবে
বিরহ খেলার ছলে
ভাবিস না তুই- হারাবো না আমি;  
                   হারবো’না কোনদিন  
আনমনা হলে ফিরে ফিরে এসে  
                            ছুঁয়ে যাবো প্রতিদিন…।।