মুখের আমি, মুখের তুমি
               মুখ দিয়ে যায় চেনা
মুখই হল মুখ্য; কারণ  
               মুখ কারও নয় কেনা।  
মুখেই চেনা, মুখেই জানা
               মুখেই পরিচয়
মুখের ব্যথা, মুখের কথা
                মুখেই বিনিময়।


মুখ আগুয়ান, মুখ যুযুধান    
               মুখের হাজার দাবি
মুখ ভগবান, মুখ শয়তান  
                লোভী এবং পাপী।  
মুখ মুখরা, মুখ খরুচে
                মুখেই জগত মারি
মুখ সরসী, মুখ আরশি
                 মুখই স্বপনচারী।  



সোহাগ মুখে, বেহাগ মুখে
                 মুখেই অনুরাগ
মুখের ওপর মুখোশ টেনে
                 মুখেই বীতরাগ।  
মুখেই মায়া, মুখের ছায়া  
                 মুখেই প্রতিভাস  
মুখ লুকিয়ে মুখের ভিড়ে
                 মুখেই ইতিহাস।।