যে মুখ ঢেকেছে তার মুখোশ আড়ালে
সে মুখে দেখেছি আমি অবিমিশ্র ভয়!
পাছে কেউ কাছে এসে অজান্তে ছুঁয়ে দিলে
চোখের তারায় তার আচমকা মৃত্যু ভয়!


এমন তো ছিলো না দিন, এমন কঠিন!
বীরের পৃথিবী আজ ভীরুতা কোটরে আসিন।
এখন খেলার ছলে মিছি মিছি ভালবাসি বলি-
প্রবল চুমুর ইচ্ছে গরম ভাতের মতো একান্তে গিলে ফেলি।


উষ্ণতা চেয়েছি যখন উনুন দিয়েছ জ্বেলে-  
উনুন কি ভাত দেয় ভাতের কাঙাল দুয়ারে এলে?
মুখোশে ঢেকেছ নিজে, দিয়েছ মুখোশ উপহার-
আমি কি হেরেছি আজ? তোমার ও তো হয়েছে হার।


হাতের ওপরে হাত, অলস হৃদয়ে রেখেছো যেদিন-
এ কঠোর অভিসম্পাত, বিরহ দীর্ঘ- উপেক্ষা অমলিন।
মুখর সকাল জুড়ে মুখ বুজে অবিমিশ্র অপেক্ষা প্রহর
প্রেমের পরশ চাইনা প্রিয়ে, ভাতের বিরহে অধীর জঠর।।