শেষ বার হাত দুটি ধর
অবিনশ্বর বিশ্বাসে – তারপর
কোন গান নয় –
শুধু ভালবেসে দেখো নিজস্ব আকাশে।


শ্যামলী তারার চোখে
ক্লান্তির ঘুম নামে সায়রে –
জোনাকিরা উন্মুখ প্রান্তরে
জোনাকিরা – প্রেমের স্বপনে।  


শেষ বার হাত দুটি ধর
নাগরিক সম্মেলনে – তারপর
অনুভূতি থাক নিরন্ন আবেশে
দূরতম ঝড়ে ঝোড় কাক হতে পার অনায়াসে –
অবিকৃত প্রেম থাক সাহসী প্রত্যয়ে।