মনের দ্বন্দ্ব মনেই রাখি
                 চট করে মুখ খুলি না।
জবাব যদিও ঠোঁটের আগায়
                 তবুও কিছুই বলি না।  


ভেবেছ আমাকে বিশ্বাসী!  
                 তাই ধর্তব্যে ই রাখো না।  
আমিও ইতর, ছোটলোক
                  বড়লোকি ধার ধারি না।


সারাদিন বসে জাবর কাটি-
                  শেখানো বুলির কথা।  
টিপ ছাপ টুকু দিয়ে দেই শেষে-  
                  যখন বলেছ যেথা।  


খটামটি দেখে রেগে গেলে তুমি-
                   খবরদারি পোষে না!
আমার ওপরে হুকুম চালাও-
                   একবারও মন হুঁশে না!


সুবিধা মতন রঙ বদ্‌লাও-
                   এক রঙে মন বসে না!
এত যে দাপট দেখাও তুমি-    
                   তারকা কখনো খসে না!!