নেই, তাই শান্তিতে আজ
           থাকলে ভীষণ যন্ত্রণা
থাকা না থাকার অজুহাত  
জমে না’বলা কথার মন্ত্রণা।      
নেই, তাই মুক্তিতে আজ
          হুকুমের কোন যন্ত্র না
আকাশের পানে মেলেছি ডানা
খাঁচাতে থাকার মন্ত্র না।  


বেঁচে থাকা মানে জড় অভ্যাসে
           নিজেতে নিজেই ব্যস্ত না
নেই বলে কিছু বুকের পাশেতে
স্বাভাবিকতায় ন্যস্ত না!
নেই  তাই আজ একাকার হই
            একবিংশে ব্যস্ত না!
থাকলেই বল মহাসমারোহে
তারকারা সব খসত না!


নেই, তাই এত মহার্ঘ সে
             থাকলে তো কেউ পুছত না
পাথরের ভিড়ে পরশের তরে
ক্ষ্যাপা ফিরে কভু খুঁজত না  
জমে যেত যদি হীরকের কুচি
               মোহনীয় মনে রচত না  
বালুকায় মজে কাঙালের হাতে
মলিনতা তার ঘুচত না।।