অতসী রঙের কাছে তুমি –
তোমার ননীর মত গালে
ঝরা নিম ফুলের সৌরভ;  
আমার তৃতীয়াংশ শরীর
তোমার বুকের কাছে – তুমি
অতসী রঙের কাছে – একা
অনেকক্ষণ নিদারুণ দাহে
অন্তর্মুখী ঊষার মতন
নিজেকে উজাড় করে দাও –।


নিজস্ব সীমাবদ্ধ সীমায়
আমার তৃতীয়াংশ শরীর
তোমার বুকের কাছে – তুমি
অতসী রঙের কাছে – একা
আঁচল পেতে মাটিতে –
তোমার ভেতরে তুমি
রূপসী নারীর মত
স্বয়ম্বরা নারী হয়ে ওঠ;
তোমার ভেতরে তুমি
অভোগ্য কবিতার মত
শালীনতায় বুক মুড়ে থাক।  


দিনান্তের আলোর ভেতরে –
অশান্ত আলোক কল্লোল।  
তুমি মিশে যাও অতসী আঁচলে
ঝরা নিম ফুলের সৌরভে –।
তোমার ভেতরে তুমি
নূতন ধানের মত
সালঙ্কারা হয়ে থাক –
তোমার ভেতরে তুমি
রূপসী নারীর মত
স্বয়ম্বরা নারী হয়ে ওঠ।