তোমায় নতুন করে গড়বো বলে
ভাঙতে চেয়েছিলাম
ভাঙতে গিয়ে নতুন করে তোমার মত
তোমায় পেয়েছিলাম
তোমায় নতুন করে গড়বো বলে
ভাঙতে চেয়েছিলাম—


ভাঙছি নদী, ভাঙছি আকাশ
ভাঙছি মেঘের দেশ
ভেঙেই ফেলি উপত্যকা, সভ্যতাও
ভাঙার তো নেই শেষ
এমনি করে অনেক ভাঙার  
অনেক আয়োজন
তোমায় নতুন করে গড়বো বলে
তোমার বিয়োজন—


সৌর কিরণ, জ্যোৎস্না ধারায়
অভ্র কুচি তারায় তারায়
গোপন শত কল্প কায়ায়  
ভাবনারা সব আপনি হারায়
চক্ষু বুজে দৃশ্য খুঁজে
পাথর ভাঙা শক্ত হাতে
দেওয়াল ভাঙা দৃপ্ত হাতে
স্বপ্ন ভাঙা রিক্ত হাতে
গড়তে থাকি নতুন নিরুদ্দেশ
দিন ফুরালো, রাত ফুরালো—
রাতের পরে দিন, বছর বারো মাস    
অতঃপরে এই বুঝেছি শেষ—  
তুমি— তোমার মতোই বেশ!!