আমার দেশের ব্যক্তি পূজায় মূর্তি ছুঁল ওই আকাশ।  
দেশ প্রেমের দমকা হাওয়ায় বইছে শুধুই দ্বেষের বাতাস!      
দেশ কি ছিল অতল তলে!
সমূলে সব উপড়ে ফেলে-  
উন্নয়নে জোয়ার এলো! নাকি শুধুই দেখনদারীর প্রয়াস!  


মুখেই যত রটছে দেখি চোখ ধাঁধানো উন্নয়নের তত্ত্ব।      
ভক্ত হলেই দেখতে পাবে এটাই এখন একমাত্র শর্ত।    
পাঁচ ট্রিলিয়ন অর্থনীতি!
এই যে দেশের ভক্তি গীতি-        
ভজন গেয়েই আসবে কি তা বোঝা বড়ই শক্ত।    


শ্রমিক কৃষক হদ্দ বেকার গোলক ধাঁধায় বন্দি।  
ধর্ম নেশায় সব অধিকার ভুলিয়ে দেওয়ার ফন্দি।    
মানুষ পেষার যাঁতা কলে-  
ক্ষমতার রথ গড়িয়ে চলে
উন্নতি কই! দেশ জুড়ে আজ শুধুই আকাল মন্দি।        

দেশের বোঝা, দশের বোঝা বইল যারা শত-
রইল তারা প্রান্ত সীমায় ফেলনা কুড়ার মত।
মুষ্টিমেয় দু-চার জনে-
ভাগ্য সবার তারাই গনে-  
পাড়ায় পাড়ায় লড়িয়ে দিল যুদ্ধ অবিরত।  


রোজ দু-বেলা মরছে ওরা খিদায় নয়ত ভয়ে
বোঝায় বোঝায় ন্যুব্জ শরীর অকাল বৃদ্ধ ক্ষয়ে
উস্কানির ওই মত্ত মায়ায়
যুদ্ধ যুদ্ধ গন্ধ ছড়ায় –
ভরবে কি পেট আমজনতার যুদ্ধ জয়ের আগুন খেয়ে!