অক্ষয় হোক সুখ সম্পদ
      এই তৃতীয়ার পরে ,
বৈশাখেতে শুক্লপক্ষে
      প্রতি বাঙালীর ঘরে ৷


এই দিনেতেই জন্মেছিলেন
      পরশুরাম গুরু ,
বেদব্যাস আর গনেশ করেন
      মহাভারতের শুরু  ৷


এই দিনেতে ভগীরথে
     গঙ্গা আনেন ভবে ,
এই দিনতো সেদিন কুবের
     লক্ষ্মী লভেন যবে ৷


এই দিনেতেই খুলল ওরে
      চার সে ধামের পথ ,
নির্মাতাদের তৈরি শুরু
      জগন্নাথের রথ ৷


ফুল দূর্বা চন্দনে তাই
     দেবের পূজো করি ,
অক্ষয় গুনে দাও হে প্রভু
     অন্তর মম ভরি ৷